অনলাইন ডেস্ক ঃ
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নাম দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের এই সিরিজের জন্য দলে ফিরলেন এভিন লুইস। ব্যক্তিগত কারণ দেখিয়ে গেল মাসে ভারত সফরে সীমিত ওভারের সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এ ক্যারিবীয় ওপেনার। ১৫ সদস্যের দলে ফিরেছেন পেসার কেসরিক উইলিয়ামস এবং শেলডন কট্রেল। ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজে আর ফিরতেই পারছেন না অলরাউন্ডার কাইরন পোলার্ড ও বাম-হাতি পেসার ওবেদ ম্যাককয়।ভারত সফরে পড়া ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় দলে নেই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও অফ স্পিনার অ্যাশলে নার্সও।আগামী ১৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসবে ছোট ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচটি। ২০ ও ২২ ডিসেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ আয়োজন করা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শাই হোপ, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়ান অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কেমো পল, খারি পিয়েরে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, শেরফান রাদারফোর্ড, শেলডন কট্রেল, ওশানে থমাস।