অনলাইন ডেস্ক ঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ সোমবার দুপুর ২টার দিকে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা। এ ছাড়া ইসি সচিব হেলালুদ্দীন আহমদও বৈঠকে উপস্থিত রয়েছেন।
বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, গণফোরামের নেতা মোস্তফা মহসিন মন্টু, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
জানা যায়, সারা দেশের ৩০টি জেলায় বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীদের প্রচারণায় বাধা ও হামলা মামলার লিখিত অভিযোগ নিয়ে নির্বাচন ভবনে যান ঐক্যফ্রন্টের নেতারা।