অনলাইন ডেস্কঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।বিজিবির জনসংযোগ বিভাগ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তারা যোগ দেবেন।
যেকোনও ধরনের নির্বাচনী সংঘাত ও সহিংসতা রোধে ব্যবস্থা নেবেন তারা। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও মাঠপর্যায়ে কাজ করবে।বিজিবি থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চাহিদা মতো যতদিন প্রয়োজন হবে, তারা ততদিন মাঠে থাকবে।এছাড়া নির্বাচনকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ৯ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী।
সুত্র/আরটিভি