অনলাইন ডেস্ক :
গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় পেয়ে মাশরাফি বিন মুর্তজার নামের সঙ্গে যোগ হয়েছে ‘এমপি’ পরিচয়ও। ৩১ ডিসেম্বর বিরতি দিয়ে ১ জানুয়ারি বিকেলে ফেরেন ঢাকায়। পরের দিন ২ জানুয়ারিতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ছুটে যান মিরপুর স্টেডিয়ামে।তাকে এখন সামলাতে হচ্ছে দুই মাঠ। এক রাজনীতির মাঠ আর দুই ক্রিকেটের মাঠ। গতকাল ৩ জানুয়ারি জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে যোগ দেন এবারের বিপিএলে তার দল রংপুর রাইডার্সের সঙ্গে।গত ১১ নভেম্বর মনোনয়নপত্র নেয়ার পর থেকে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কম কথা হয়নি পক্ষে-বিপক্ষে। সবকিছু সামলে এবার মাঠে ফেরার পালা। আগামীকাল ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর।গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অধিনায়ক হয়ে এবারও খেলবেন মাশরাফি। গতবার চ্যাম্পিয়ন হওয়ায় এবার রংপুর রাইডার্স সমর্থকদের প্রত্যাশাও আকাশচুম্বী হওয়াটা স্বাভাবিক।ভক্তদের প্রত্যাশা আর মাশরাফির প্রথমবারের এমপি পরিচয় মিলে যোগ হয়েছে দুই দিকের চাপ। তবে মাশরাফির অনুরোধ, আগামীকাল থেকে তাকে যেন শুধুই ক্রিকেটার পরিচয়ে দেখা হয়।‘বরাবরের মতো আমি আগের মতোই আছি। সংসদ সদস্য হবার আগে আমি এখানে ক্রিকেটার হিসেবে পরিচিত এখনও মাঠে নামছিও ক্রিকেটার হিসেবে। সংসদ সদস্য হিসেবে নয়। আশা করি আপনারা সবাই আমাকে সেভাবেই দেখবেন।’এর আগে গত পাঁচবারের আসরে চারবারই শিরোপা জিতেছিল মাশরাফি। এবারও কি তেমনটা আশা করা যায় কি না এমন প্রশ্নে মাশরাফি বলেন, গতবার চ্যাম্পিয়ন হয়েছি, প্রতিবারই এ চাপ নিয়ে টুর্নামেন্ট শুরু করি। গতবার ছাড়া প্রতিবারই আমাকে এই চাপ নিয়ে টুর্নামেন্ট শুরু করতে হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সব সময়ই আলাদা একটা চাপ থাকে। তবে আপনি যে ভালো খেলোয়াড় নিয়ে চ্যাম্পিয়ন হবেন এই সংস্করণে, তার কোনও নিশ্চয়তাও নেই।মাশরাফি আরও বলেন, কাল প্রথম ম্যাচ থেকে আমাদের খুব ভালোভাবে শুরু করতে হবে। তবে খারাপও হতে পারে। গতবার আমরা শুরুর দিকে হারছিলাম, পরে ঘুরে দাঁড়িয়েছি। ওই মানসিকতা থাকতে হবে। নির্দিষ্ট কোনও রেসিপি নেই। অনেক জায়গার প্লেয়ার আসে, এখানে বন্ধনটা অনেক গুরুত্বপূর্ণ। এক সঙ্গে থাকা, এক সঙ্গে সবকিছু করা। এই ধরনের টুর্নামেন্টে এসব খুব গুরুত্বপূর্ণ।গত আসরের থেকে এবারের দলটা অনেক ভালো উল্লেখ করে মাশরাফি বলেন, এবার আমাদের দলটা গতবারের চেয়ে ভারসাম্যপূর্ণ। বোলিংয়ের প্রতি একটু খেয়াল রাখতে হবে। এখনও সব খেলোয়াড় আসেনি। আমার কাছে মনে হয়, গতবারের চেয়ে এবারের দলটা বেশ ভালোই।