ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া
বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি দোকান ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে একটি কাপড়ের দোকান থেকে এ
অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ভোরে কাঠালিয়ার উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) ডা. শরীফ মুহম্মদ ফায়েজুল আলম এবং আওড়াবুনিয়া
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকিব ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. শরীফ মুহম্মদ
ফয়েজুল আলম জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে কাঠালিয়া
উপজেলার আওড়াবুনিয়া বাজারের কেন্দ্রস্থলে একটি কাপড়ের দোকান
থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানগুলোতে
আগুন ছড়িয়ে পড়ে।অগ্নিকান্ডের খবর পেয়ে কাঠালিয়া ফায়ার
সার্ভিসের দমকল বাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন
নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মলিকরা
জানিয়েছেন। ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর
সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে প্রশাসনের পক্ষ থেকে বিধি
মোতাবেক সহায়তা প্রদানের আশ্বাসও দেয়া হয়েছে বলেও জানান
কাঠালিয়ার ইউএনও।