নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ছাতিয়ানগাছা এলাকার
এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা চালায়
দুই পরস্পর চাচা-ভাতিজা। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ
ভাতিজাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে এবং চাচা পলাতক
রয়েছে।
মামলার বিবরণে প্রকাশ, গত ১১ মার্চ রাত ৮টার দিকে পিতৃহীন ওই
কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে এলে বনপাড়া
পৌরসভার গুনাইহাটি এলাকার একরামুল ইসলামের ছেলে ইমরান সেখ (২৫)
ও করিম ড্রাইভারের ছেলে সোহাগ সেখ (২৮) মুখ চেপে ধরে তুলে বিলের
মাঝখানে নিয়ে যায়। সেখানে দুইজন তাকে ধর্ষণের চেষ্টা চালালে
বিশেষ অঙ্গে আঘাত করে সে দ্রুত পালিয়ে আসে। পরে বাড়িতে ফিরে
সে তার মা ও প্রতিবেশী মুরুব্বীদের সব খুলে বলে। পরের দিন এ
ব্যাপারে মামলা হলে পুলিশ রাতেই ইমরানকে আটক করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার
সত্যতা স্বীকার করে জানান, অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা
চালানো হচ্ছে।