রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আশারকোটা গ্রামে
তোফাজ্জল হোসেন তোফার বিরুদ্ধে সরকারী সম্পত্তিতে বাঁধ নির্মাণ করে
হাজারো কৃষকের পানি সেচের প্রতিবন্ধকতা অভিযোগ রয়েছে। ভুক্তভোগী প্রায়
সহ¯্রাধিক কৃষক চলতি মৌসুমে বোরো ধান ফলণে আশংকা রয়েছে। মঙ্গলবার
দুপুরে আশারকোটা ,ডাটা,নোয়াগাঁও মাঠে কয়েকশত কৃষক ঝড়ো হয়ে বাঁধ
অপসারণ সহ সরকারী সম্পত্তি বেআইনী ভাবে দখলকারী তোফার বিরুদ্ধে শাস্তিদাবী
করেন।
সূত্রে জানান আশারকোটা গ্রামের আশকর বাড়ি সংলগ্ন পূর্ব সীমানা সরকারী
খালে বাঁধ নির্মাণ করেন ওই গ্রামের দর্জি বাড়ির আতর মিয়ার ছেলে তোফাজ্জল
হোসেন তোফা। বাঁধ অপসারণকে কেন্দ্র করে তোফার সাথে কৃষকের একাধিকবার
মারধর ঘটনা ঘটে। তোফা ভাড়াটে মাস্তান দিয়ে কৃষকদেরকে হুমকি ধমকির দিয়ে
প্রাণনাসের হুমকির অভিযোগ রয়েছে।
কৃষক আমিন উল্যাহ, জাফর, আবুতাহের,বিলাল হোসেন,আলমঙ্গীর হোসেন জানান
বাঁধটির কারণে চলতি মৌসুমে আশারকোটা নোয়াগাঁও মাঠে প্রায় শতাধিক
একর বোরো ধান ফলনে হুমকির মুখে। খালটি পানি চলাচলে বাঁধাদানে কৃষকের ফলন
ছাড়া ও স্বল্প বৃষ্টিতে স্থায়ী জলবন্ধতা সৃষ্টি হয়ে মারাত্মক দুগন্ধ ছড়িয়ে উত্তর
পাটোয়ারী বাড়ি,খলিফা বাড়ি,ইউসুফ আলী বেপারী বাড়ি,হাজী বাড়ি,আশকর
বেপারী বাড়ি,রেহান উদ্দিন মুন্সী বাড়ি,মিজি বাড়ি সাধারণ মানুষে পরিবেশ
বিপর্যয় শিকার হয়ে আসছে।
ইউপি মেম্বার নুরুল আমিন,চেয়ারম্যান হোসেন রানা জানান কৃষকের দাবী
পূরণে বাঁধ অপসারণে চেষ্টা করবো। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার
মোহাম্মদ রিজাউল করিম জানান কৃষক আর পরিবেশ ক্ষতিকর ব্যক্তি বিরুদ্ধে দ্রুত
শাস্তি ও বাঁধ অপসারণে আশ্বস্থ করেন।
অভিযুক্ত তোফাজ্জল হোসেন তোফাকে একাধিকবার চেষ্টা করে তার সাথে দেখা
মেলেনি।