অনলাইন ডেস্ক:
ব্যক্তিগত সম্পদের হিসাব দিতে না পারার দায়ে সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামিন মঞ্জুর করেছে দেশটির সর্বোচ্চ আদালত।
আজ মঙ্গলবার পাক সুপ্রিম কোর্ট নওয়াজের চিকিৎসার জন্য ছয় সপ্তাহের জামিন দিয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, এই সময়ে তিনি দেশ ছাড়তে পারবেন না। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।
পাকিস্তানের তিনবারের এই প্রধানমন্ত্রী হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
ব্যক্তিগত সম্পদের সঠিক হিসাব দিতে না পারায় গত বছর নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। সৌদি আরবে তাঁর আল-আজিজিয়া স্টিল মিলসের মালিক হওয়া নিয়ে প্রশ্ন উঠলে তিনি ওই অর্থের উৎস জানাতে ব্যর্থ হন।
নওয়াজ শরিফের আপিলের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানি শেষে এ রায় দেন আদালত।
তবে গত মাসেও জামিন আবেদন করা হলে আপিল খারিজ হয়ে যায়। তবে এর আগে সর্বশেষ গত বছরের সেপ্টম্বরে স্ত্রীর মৃত্যু হওয়ায় জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান তিনি।
ছেলের কোম্পানি থেকে বেতনের আংশিক গোপন করার দায়ে ২০১৭ সালের জুলাইয়ে নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পরে আয়ের উৎসের তথ্য গোপনের আলাদা দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন।
নওয়াজ শরিফ অবশ্য শুরু থেকেই এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আসছে। তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ধ্বংসে সেনাবাহিনী ও আদালত একযোগে কাজ করছে বলে দাবি করেন তিনি।