আবু তারেক বাধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের
পীরগঞ্জে রাস্তা পাকা করন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
কাজ শেষ হতে না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। স্থানীয় সরকার
প্রকৌশল দপ্তরে অভিযোগ করেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
তবে স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তর বলছে রাস্তা পাকা করন কাজে কোন
রকম অনিয়ম হয়নি। নিবিড় তদরকির মাধ্যমে কাজটি সম্পন্ন করা
হয়েছে।
জানা যায়, পীরগঞ্জ উপজেলার সেনুয়া চৌরাস্তা থেকে কাঁচন বুড়ার
দোকান পর্যন্ত ই-টেন্ডারের মাধ্যমে দুই কিলোমিটার রাস্তা ৫৪ লাখ ১৪
হাজার ৪৫০ টাকা ব্যয়ে পাকা করণের কাজ পায় মর্ডান এন্টারপ্রাইজ
নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ শুরু হয় গত ১৩ ডিসেম্বর।
নি¤œমানের সামগ্রী দিয়ে তাড়াহুড়া করে ২২ মার্চ কাজ সম্পন করে
ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দু-ধারে বেশিরভাগ স্থানে
বিটুমিন মিশ্রিত পাথর পরিমানের চেয়ে কম ব্যবহার করা হয়েছে।
বিভিন্ন স্থানে ঠিকমত রোলিংও করা হয়নি। যার ফলে রাস্তায় চলাচলের
সময় গাড়ীর চাকার সাথে উঠে আসছে কার্পেটিং। নি¤œমানের
সামগ্রী ব্যবহার করায় ৪-৫ দিনের মাথায় যেখানে সেখানে
কার্পেটিং উঠে গেছে। সেনুয়া গ্রামের বাদল,মেহেদী,শাব্বির
জানায়, প্রাইম কোড করার সময় ব্রাশ দিয়ে পরিষ্কার করার কথা থাকলেও
ঠিকমত পরিষ্কার করা হয়নি। ময়লা আবর্জনার মধ্যেই প্রাইমকোড
দেওয়া হয়েছে। রিপন আলী সবুজ নামে এক পথচারী জানান, রাস্তা পাকা
করণ কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যার ফলে কাজ
শেষ হতে না হতেই কার্পেটিং উঠে আসছে। আমরা এলাকার কয়েকজন
স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সহ বিভিন্ন জায়গায় মৌখিক
অভিযোগ করেছি। কোন লাভ হয়নি। ঠিকাদার নিজের ইচ্ছে মতই কাজ
করেছেন। এখন যার ভোগান্তি পোহাতে হবে এলাকার লোকজন সহ
পথচারীদের।
উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন সঠিক নয় দাবী করে বলেন, কাজ
শেষ হওয়ার পর আমি পরিদর্শন করেছি। কই আমি তো কোন কিছু
দেখলাম না। সব ঠিক আছে। নিয়ম মেনেই রাস্তার কাজ সম্পন্ন করা
হয়েছে।