রাজধানীর বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকান্ডে ব্যাপক হতাহতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক ।
বুধবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে নিহত ও আহত হওয়ার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ দুলাল সিদ্দিকী মহাসচিব লুৎফর রহমান মাককী ও সাংগঠনিক সম্পাদক জনাব রহমত উল্লাহ সোহাগ
বুধবার রাতে এক যৌথ শোকবার্তায় সংগঠনের নেতারা বলেন,
“আজ বেলা পৌনে ১টার দিকে রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে এপর্যন্ত প্রায় ২৫ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় দেশবাসী ও হতাহতদের স্বজনদের মতো আমরা গভীরভাবে সমব্যাথী। সম্প্রতি রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের রেশ কাটতে না কাটতেই আজ বনানীতে অগ্নিকান্ডের ঘটনায় আমি গভীরভাবে বেদনাহত। বনানী রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে এতো মানুষের হতাহতের ঘটনা মানুষকে শোকে ভারাক্রান্ত করে তুলেছে। এফআর টাওয়ারের বহুতল ভবনে এখন পযর্ন্ত প্রায় ২৫জন হতাহত হয়েছে বলে তা জানা গেছে , এ বিষয়ে আমরা গভীরভাবে উৎকন্ঠিত। আগুনে পুড়া নিহত লাশ গুলো উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের কোথাও না কোথাও প্রায়ই সড়ক, নৌপথ ও অগ্নিকান্ডের মতো দূর্ঘটনায় অকালে মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। সারাদেশের মানুষ শোক ও বেদনার মধ্যেই বাস করতে হচ্ছে। আইনের শাসনের অনুপস্থিতির কারনেই দূর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। অগ্নিকান্ডে যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন যেন এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করতে পারে সেজন্য আমরা মহান আল্লার দরবারে মোনাজাত করছি। এফআর টাওয়ারের কর্তব্যরত উদ্ধারকর্মীদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমরা এই অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা ও সমবেদনা। আহতদের আশু সুস্থতা কামনা করছি। অগ্নিদগ্ধ হয়ে যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য চিকিৎসক ও দেশের মানুষের প্রতি আমরা আহবান জানাচ্ছি।”