অনলাইন ডেস্কঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন শেষে প্রতিপক্ষের গুলিতে দুজন গুরুতর আহত হয়েছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আজ রোববার বিকেল ৫টা ১০ মিনিটে সদরের পঞ্চসার ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দেওয়ানবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনায় গুলিবিদ্ধ দুজন হলেন রতনপুরের রজ্জব আলীর ছেলে মো. ফয়সাল (৩২) ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার আবুর উদ্দিনের ছেলে রুহুল আমিন (৪৫)।
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শৈবাল বসাক জানান, আহতদের মধ্যে বুকে গুলিবিদ্ধ ফয়সালের অবস্থা আশঙ্কাজনক। রুহুল আমিন গলায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের রিয়াদ গুলি করেন রুবেল মেম্বারকে। মাঝখানে তাঁরা (ফয়সাল ও রুহুল আমিন) এসে পড়ে গুলিবিদ্ধ হন। ফয়সাল চেয়ারম্যান পদে আনারস প্রতীকের সমর্থক। গুলিবিদ্ধ অপরজন কুড়িগ্রামের রিকশাওয়ালা।
পুলিশ সুপার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশী অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
-সূত্র,এনটিভি