বিনোদন ডেস্ক,
গেল বছরের ডিসেম্বরে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে মালা বদল করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বেশ কিছুদিন আগে খবর চাউর হয়েছিল তারা সুখে নেই। বিয়ের ৬ মাস না যেতেই এমন খবর প্রকাশিত হওয়ায় গণমাধ্যমে শোরগোল দেখা দিয়েছিল।
প্রথম এই খবর প্রকাশ করেছিল আমেরিকার ‘ওকে’ ম্যাগাজিন। এবার ওই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। দুজনেরই পাবলিক ইমেজ নষ্ট করার ক্ষতিপূরণ দাবি করে আইনজীবী মারফত্ এই নোটিশ পাঠাবেন তারা।
প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সূত্র জানান, প্রায় সময় এ ধরনের খবরকে কোনও পাত্তা দেন না অভিনেত্রী। কিন্তু এবারের এই খবর প্রকাশিত হওয়ার পর তিনি দুঃখ পেয়েছেন।
ওই ম্যাগাজিনে লেখা হয়েছিল, শুধু টাকার জন্যই প্রিয়াঙ্কা বিয়ে করেছেন। এতে প্রিয়াঙ্কার এতদিনের তৈরি ইমেজ নষ্ট হয়েছে বলে মনে করছেন তিনি। ফলে ম্যাগাজিনের বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করতে পারেন বলে মনে করা হচ্ছে।
মুখ না খুললেও নিকের সঙ্গে তার সম্পর্ক যে মজবুত রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি আপলোড করে নিকের ভালোবাসার প্রমাণ দিচ্ছেন প্রিয়াঙ্কা। এছাড়া সম্প্রতি কনসার্টে এক নারী ভক্ত নিকের দিকে নিজের অন্তর্বাস ছুড়ে দেন। তা নিজের হাতে নিককে পৌঁছে দেন প্রিয়াঙ্কা। এই ঘটনায় একটুও বিরক্তি হননি অভিনেত্রী। তবে সম্প্রতি ভুয়া খবর প্রকাশের পর বেশ চিন্তিত হয়েছেন তিনি।