সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি :
নুসরাত জাহান রাফী হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে
কুড়িগ্রামে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-
চিলমারী সড়কে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে
অনুষ্ঠিত মানব বন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক
দালাল নির্মূল কমিটি, কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী,
সাধারণ সম্পাদক প্রতীমা রায় চৌধুরী, ঘাতক দালাল নির্মুল
কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাংস্কৃতিক জোটের
আহবায়ক শ্যামল ভৌমিক, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবীব
নিলু, সুব্রতা রায়, ফাল্গুনী তরফদার, জুলিয়া ইয়াসমিন রতœা,
আহমিদা নাজ প্রমুখ।
বক্তারা বলেন, ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসায় আলীম
পরীক্ষার্থী নুসরাত জাহান রাফীকে আগুনে পুড়িয়ে হত্যার তীব্র
প্রতিবাদ জানান। সেই সাথে ঐ মাদ্রাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ট
সকলের দ্রুত বিচার কাজ শেষ করে রায় কার্যকরের দাবী জানান।