সিরোসিস লিভারের একটি দীর্ঘমেয়াদি রোগ। এই রোগে লিভার তার কার্যক্ষমতা হারায়। লিভার সিরোসিস থেকে লিভার ক্যানসারও হতে পারে। ফ্যাটি লিভার ডিজিজ থেকে লিভার সিরোসিস হওয়ার আশঙ্কা থাকে।
লিভার সিরোসিস হলে ব্যবস্থাপনা কীভাবে করতে হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪০৩তম পর্বে কথা বলেছেন, ডা. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সিরোসিসের ব্যবস্থাপনা কীভাবে করেন?
উত্তর : সিরোসিসের ব্যবস্থাপনা আলাদা। সিরোসিসের রোগীদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। এরপর পেটের ভেতর পানি জমে। তাদের রক্তপাতের সমস্যাগুলো বেশি হয়। এগুলোর এলাকা অনুযায়ী চিকিৎসা করতে হয়। যখন যেই সমস্যা হয়, সেই সমস্যার চিকিৎসা করতে হয়।