স্পোর্টস ডেস্কঃ
এএফসি কাপে দারুণ জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। আজ বুধবার নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদিকে উড়িয়ে দিয়েছে তারা। এক রকম হেসেখেলে জিতেছে ৫-০ গোলে। এই জয়ে প্রথমবার আসরের নক আউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে নীল-আকাশি শিবিরের।
এ দিনের জয়ের সুবাদে পাঁচ ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ১০ পয়েন্ট। আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের চেন্নাইয়ান এফসি। মিনার্ভার পাঞ্জাবের পাঁচ এবং নেপালের মার্সিয়াংদির মাত্র দুই পয়েন্ট।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একাদশ মিনিটে এগিয়ে যায় আবাহনী। কোনাকুনি শটে আবাহনীকে এগিয়ে নেন জীবন।
প্রথমার্ধের ইনজুরি সময়ে বেলফোর্টের একক প্রচেষ্টার আবাহনীর ব্যবধান দ্বিগুণ হয়। আবাহনীর হাইতির ফরোয়ার্ড তিন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে পাঠান।
৬৩ মিনিটে বেলফোর্ট ও সোহেল রানা পা ঘুরে বল পেয়ে জুয়েল দলের পক্ষে তৃতীয় গোল করেন।
এর পর ৭৬ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড সানডে চিজোবা চতুর্থ এবং দ্বিতীয়ার্ধের শেষ দিকে মামুনুল দলের পক্ষে পঞ্চম গোল করেন।
মার্সিয়াংদির মাঠে প্রথম পর্বে ১-০ গোলে জিতে প্রতিযোগিতা শুরু করেছিল আবাহনী।
আবাহনী : শহীদুল আলম সোহেল, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, মামুনুল ইসলাম, সোহেল রানা (মামুন মিয়া), নাবীব নেওয়াজ জীবন, সানডে চিজোবা, জুয়েল রানা, সাদউদ্দিন (মামুন মিয়া), মাসিহ সাইগানি (ওয়ালি ফয়সাল) ও কেরভেন্স বেলফোর্ট।