ফরহাদ মেহেদী, সাভারঃ
ঢাকার সাভার ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে আশুলিয়ায় দুই মোটরসাইকেল আরোহী ও সাভারে বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোররাতের দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলন্ত ট্রাকে নিচে মোটরসাইকেল ঢুকে পড়লে দুই আরোহী নিহত হন।
নিহতরা হলেন নড়াইল জেলার মৃত লাল মিয়ার ছেলে শেখ সদর আলী (৬১) ও সাতক্ষীরা জেলার সামাদ ফকিরের ছেলে আলমগীর হোসেন (২৮)।
হাইওয়ে পুলিশ জানায়, আজ ভোররাতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে জিরানী এলাকার দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। পথে শ্রীপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি চলন্ত ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে সাভারের আমিনবাজারে তুরাগ এলাকায় বাসচাপায় আরো এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।