ইথিওপিয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেনসহ আরো অন্তত তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশটির উত্তরাঞ্চলীয় আমহারা রাজ্যে এক অভ্যুত্থানচেষ্টাকালে নিহত হয়েছেন।
সেনাবাহিনীর এক জেনারেলের নেতৃত্বে ওই অভ্যুত্থানচেষ্টা চালানো হয়, রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ঘটনায় আমহারা রাজ্য সরকারের প্রধান আম্বাকিউ মেকননেন ও তাঁর উপদেষ্টাও নিহত হয়েছেন।
ওই অঞ্চলের নিরাপত্তা প্রধান জেনারেল আসামনিউ সিগে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।