আগামী ১৫ জুলাই জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। রোববার (২৩ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সাবেক নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কাউন্সিলের দিন ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ইতিহাসের প্রয়োজনে আজকে আবার ছাত্রদলকে জেগে ওঠার প্রশ্ন দেখা দিয়েছে। সে কারণে আমরা নব উদ্যোমে ছাত্রদলকে এগিয়ে নেয়ার জন্য কাউন্সিলের উদ্যোগ নিয়েছি। যে কাউন্সিল অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে অনুষ্ঠিত হবে। আগামী জুলাই মাসের ১৫ তারিখে এই অনুষ্ঠানটি হবে। যে মূহুর্তে এই অনুষ্ঠান শেষ হবে তখনই আপনারা ফলাফল জানতে পারবেন।