নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যুবলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে শাহাদাত হোসেন (২৮) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো চারজন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের আরিফ হাজির পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত উপজেলার পৌর হাজিপুর দক্ষিণ বাজার এলাকার কামাল চৌধুরীর ছেলে।
শাহাদাতের পরিবার ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার দিকে হাজির পোল এলাকায় যুবলীগের সম্রাট ও সুমনের সমর্থকদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শাহাদাত। আহত হন চারজন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, গোলাগুলির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, গতকালকের এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।