জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। এরশাদের সুস্থতায় দেশবাসীরা কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
বুধবার (২৬ জুন) দিবাগত রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতি জিএম কাদের জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে এরশাদের সর্বশেষ অবস্থার কথা জানিয়েছেন চিকিৎসক। সংক্রমণের আশঙ্কায় তাকে আইসিউতে রাখা হয়েছে।
এর আগে এরশাদকে দেখতে রাজধানীর সিএমএইচ হাসপাতালে যান জি এম কাদের ও দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
দলের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল থেকেই এরশাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হলে প্রথমে সিসিউ এবং পরে আইসিউতে স্থানান্তর করা হয়।
সম