অনলা্ইন ডেক্সঃ
শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। একই সময়ের মধ্যে দেশের শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হবে। তখন সরকারি ব্যয়ের সিংহভাগ বাস্তবায়িত হবে স্থানীয় পর্যায়ে। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।
আজ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। এ শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, সংসদে রুশেমা বেগমের বক্তব্য ছিল ইতিহাস বিকৃতকারী এবং বেঈমান মোনাফেকদের জন্য শক্ত জবাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ নিয়ে যারা বিতর্ক তুলছে তাদেরকে চমৎকারভাবে জবাব দিয়েছেন রুশেমা বেগম।
প্রধানমন্ত্রী ছাড়াও শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের বেশ কয়েকজন সংসদ সদস্য। তা ছাড়া সংসদে রুশেমা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে প্রথা অনুযায়ী চলতি সংসদের সংসদ সদস্যের মৃত্যুতে সংসদ মুলতবি করা হয়।