নাগপুরে আজ রোববার ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটির আগে কুঁচকিতে চোট পেয়ে অনুশীলন করতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। তাতে শেষ ম্যাচে তাঁকে মূল একাদশে পাওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। যদি শেষ মুহূর্তে সৈকতের না খেলা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ মিথুনকে।
অন্যদিকে নাগপুরের উইকেটে স্পিন ধরবে বলে আশা করা হচ্ছে। সেই ক্ষেত্রে তিন পেসার খেলানোর সিদ্ধান্ত পাল্টাতে পারে বাংলাদেশে। যদি সেটা হয়, তাহলে স্পিন শক্তি বাড়াতে শফিউল ইসলাম বা আল আমিনের পরিবর্তে দেখা যেতে পারে স্পিনার তাইজুল ইসলামকে। এ ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
অবশ্য সব সিদ্ধান্ত হবে উইকেট দেখে। কারণ একাদশে ঘনঘন পরিবর্তন আনার পক্ষে নন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল শনিবার তেমনই বললেন তিনি, ‘একাদশে ঘনঘন পরিবর্তন আনার পক্ষে নই আমি। যেকোনো ম্যাচেই পিচের কন্ডিশন বুঝে কিছু পরিবর্তন হয়তো হতে পারে।’
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এর আগে দিল্লির বায়ু দূষণের মাঝে বেশ চমক দেখিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে তুলে নেয় প্রথম জয়। বল হাতে যেমন দুর্দান্ত ছিলেন আফিফ-বিপ্লবরা। স্লো উইকেটে তেমনই দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম। মোটামুটি রানে ছিলেন বাকিরাও।
কিন্তু রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আশানুরূপ পারফর্ম করতে পারেননি টাইগাররা। এক রোহিত ঝড়ে সিরিজে সমতা টেনেছে ভারত। বাংলাদেশ হেরেছে আট উইকেটে। সিরিজে সমতা ফেরায় শেষ ম্যাচটি হয়ে উঠেছে কঠিন লড়াইয়ের। জিতলে ভারতের মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত/মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম/তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।