ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আট ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।
গতকাল সোমবার গভীর রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী তূর্ণা নিশীথা এক্সপ্রেস এবং সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনার পর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর উদ্ধারকাজ শেষে আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় ফের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘সিলেট থেকে পাহাড়িকা এক্সপ্রেস আজ সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা পৌনে ১১টায় ছেড়ে যায়। তবে এখনো কসবার মন্দবাগ এলাকায় উদ্ধার অভিযান চলছে। সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি কসবা এলাকায় পৌঁছাতে বিকেল সাড়ে ৩টা বাজবে। এর মধ্যে উদ্ধারকাজ শেষ হয়ে যাবে।’
এর আগে দুর্ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সকাল সাড়ে ১০টার দিকে মন্দবাগ এলাকায় পৌঁছান। তিনি তখন গণমাধ্যমকে জানান, এরই মধ্যে উদ্ধারকাজ প্রায় শেষ হয়ে এসেছে। আশা করা যাচ্ছে, আধা ঘণ্টার মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।
তূর্ণা নিশীথা ও অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে ১৬ জনের প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। সংঘর্ষে উদয়ন এক্সপ্রেসের দুটি বগি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।