মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি ডিভাইসের প্রতি অনেক শিশুরই আসক্তি দেখা যায়। এটি একটি রোগের পর্যায়েই যেন চলে যাচ্ছে।
ডিভাইস বয়ে আনছে ধ্বংস, একমুখী হয়ে যাচ্ছে শিশুর মনোযোগ; শারীরকভাবে তেমন সক্রিয় না থাকার কারণে শিশু হয়ে পড়ছে স্থূল- এমনটাই মতামত বিশেষজ্ঞদের। এ বিষয়ে কথা বলেছেন
বিআরবি হাসপাতালে নবজাতক ও শিশু বিভাগের পরামর্শক
ডা. নাজমুন নাহার। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৯৪তম পর্বে সাক্ষাতকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : শিশুকে সুস্থ রাখতে করণীয় কী?
উত্তর : শিশুদের এখন যেই সমস্যাটি হচ্ছে সেটি হলো, ডিভাইসের প্রতি আসক্তি। দেখা যায়, শিশুকে বিভিন্ন ডিভাইস দিয়ে দিচ্ছে মা-বাবা। খাওয়ানোর জন্য দিচ্ছে, কিংবা নিজে কাজ করার জন্য দিচ্ছে। এতে শিশুটি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তার সব কিছুতেই দেরি হচ্ছে। সে মোবাইল নিয়ে থাকছে বা ট্যাব নিয়ে থাকছে। হয়তো মা-বাবা তাকে টিভি দেখতে দেয়। এতে তার মনোযোগটা একমুখি হয়ে যায়।
শিশুদের খেলাধুলা করতে হবে। তাদের সময় দিতে হবে। প্রয়োজনে তাদের নিয়ে খেলতে হবে। অবশ্যই খেলাধুলা করতে হবে। এর বিকল্প নেই। এতে করে শিশুটি আনন্দময় থাকবে এবং তার শরীরটাও ভালো থাকবে।
অনেক সময় দেখা যায়, ডিভাইস দিয়ে তাকে খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে। এতে শিশুটি স্থূল হয়ে যাচ্ছে। এটি বড় একটি সমস্যা। এখন এটি একটি রোগ।