লক্ষ্মীপুরে রিয়াদ হোসেন সজিব (৩১) নামের এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সজিব চাটখিল উপজেলার ভীমপুর গ্রামের মিজি বাড়ির মৃত হাফিজ আহাম্মদের ছেলে।
পুলিশ জানায়,রামগঞ্জ থানার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দঃ আটিয়া বাড়ির জয়নাল আবেদিন নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির খবর পেয়ে অভিযান চালায় রামগঞ্জ থানা পুলিশ। এক পর্যায়ে চোর রিয়াদ হোসেন সজিবকে আটক করে তার কাছে থাকা ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় অন্যান্য চোররা পালিয়ে যায়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অন্যান্য চোরদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত সজিবসহ পলাতক চোরদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোর সজিবকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।