মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর আবদুল মান্নান মিয়া (২২) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নাজিরচর এলাকার একটি পুকুর থেকে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে যাত্রী নিয়ে গজারিয়ার সোনালি মার্কেট থেকে জামালদী বাসস্ট্যান্ডে যান মান্নান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন তাঁর মা খাদিজা বেগম গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলা, হাত-পায়ের রগ কাটা ছিল। পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতেই তাঁকে হত্যা করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তির মা পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।