বলে গিয়েছিলেন, ‘কাল মঙ্গলবার ফের আসব’। সেই মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েও ঘেরাও হলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনখড়। ক্যাম্পাসে ঢুকতেই তাঁর গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখানো এবং স্লোগান শুরু করেন পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, ‘‘আমরা সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালকে চাই না।’’ গো ব্যাক স্লোগান দিতেও শুরু করেন তাঁরা।
তৃণমূল সমর্থক শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও বিক্ষোভে শামিল হন। সিএএ এবং এনআরসির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। গোটা ঘটনা ঘিরে ফের বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়ে ওঠে।
কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা রক্ষীরা রাজ্যপালের গাড়ি ঘিরে রেখেছেন। অবস্থানে অনড় পড়ুয়ারাও।
AB