কালের কণ্ঠতে সংবাদ প্রকাশের পর এগিয়ে আসল অনেকেই মেধাবী আসিফাকে ভর্তি ও সব দায়িত্ব নিতে। মেধাবী আসিফা নার্সিং কলেজে ভর্তি পরীক্ষায় উত্তির্ণ হলেও অর্থাভাবে তার ভর্তি হওয়া চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। কালের কণ্ঠ অনলাইনে ২৯ ডিসেম্বর সংবাদ প্রকাশের পর অনেকেই সহায়তার আশ্বাস দেন।
শুক্রবার আসিফার সাবেক শিক্ষক মিজানুর রহমার, রেজওয়ানুল করিম ও আসিফার বাবা সফিকুল ইসলাম আসিফাকে নিয়ে ঢাকা নার্সিং কলেজে ভর্তির জন্য রওনা হন। খবর পেয়ে শনিবার সকাল থেকে অপেক্ষায় থাকে তাকে সহায়তাকারী হিতাকাঙ্ক্ষীরা।
দুপুরের মধ্যে তারা সবধরনের সহায়তা দিয়ে আসিফার ভর্তির কাজ শেষ করেন। ভর্তির পর উচ্ছ্বসিত আসিফা কালের কণ্ঠকে ধন্যবাদ দিয়ে জানান, আমি ধরেই নিয়েছিলাম টাকার অভাবে মেধাতালিকায় ৬২তম থেকেও ভর্তি হতে পারব না। মানবতার কাছে হার মেনেছে অর্থাভাব, জয় হয়েছে মেধার।
ঢাকা নার্সিং কলেজে ভর্তির সহায়তাকারী স্বাধীনতা নার্সেস পরিষদ কেন্দ্রীয় কমিটির মো. ইকবাল হোসেন সবুজ ও ঢাকা নার্সিং কলেজ স্টুডেন্ট ইউনিয়নের ইমরুল হক হিমেল জানান, কালের কণ্ঠ অনলাইলে আসিফাকে নিয়ে প্রতিবেদনটি দেখে আমরা যোগাযোগ করি আসিফা ও তার শিক্ষক মিজানুর রহমানের সাথে। তারা শনিবার ঢাকায় পৌঁছলে আমাদের উদ্যোগে ভর্তি করা হয়। এরপরও তার লেখাপড়া সময়ে অন্যান্য খরচ ৪ বছর আমরা সহায়তা করে যাব।
কালের কণ্ঠ