হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি সোনার বারসহ এক বিমানকর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তাঁকে আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এ কথা জানান।
আটক ব্যক্তির নাম জনাথন মুক্তি বারিকদার (৩৪)। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতাকর্মী।
আজ সকালে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পরিচ্ছন্নতার কাজে যান জনাথন মুক্তি বারিকদার। উড়োজাহাজ থেকে বের হওয়ার পর সোয়া নয়টার দিকে তাঁকে তল্লাশি করেন এপিবিএনের সদস্যরা। তিনি সহযোগিতা করতে চাননি। পরে তাঁর দুই পায়ের জুতার ভেতরে সোনার ১৬টি করে ৩২টি বার পাওয়া যায়।