সিডনিতে আজ থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। তবে টসের সময় একটা মজার ঘটনা ঘটেছে। ক্রিকেটীয় রীতি মেনে দুই অধিনায়ক যখন হাত মেলাতে যান তখনই ঘটে ঘটনা!
প্রথমবার হাত মিলিয়ে দ্রুত বিচ্ছিন্ন করেন উইলিয়ামসন। তার হাতের দিকে তাকিয়ে চোখ কপালে ওঠে ফিঞ্চের। কারণ, হ্যান্ডশেকের মাধ্যমেই সবচেয়ে দ্রুত ছড়ায় করোনাভাইরাস। পুরো ঘটনার সময় দুজনের মুখেই হাসি ছিল। তবে মুখভঙ্গি ছিল দেখার মতো। অতঃপর দুজনে কনুই মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সেই মুহূর্তের ছবিগুলো এখন সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। এতে মজা পেয়েছেন ক্রিকেট সমর্থকেরা। তবে বেশিরভাগ মানুষই এটাকে সতর্কতামূলক বিজ্ঞাপন হিসেবে দেখছেন। উল্লেখ্য, করোনা আতঙ্কের মাঝেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা হ্যান্ডশেক চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।