বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক লাখ পিছ টিশার্ট উপহার দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক কালাম আবদুল নাসের চৌধুরীর কাছে এক লাখ টিশার্ট হস্তান্তর করেন বিজিএমইএর সভাপতি রুবানা হক।
এ সময় বিজিএমইএর সহসভাপতি (অর্থ) এম এ রহিম, পরিচালক ইনামুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
টিশার্ট হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেন, জাতির জনকের জন্মশত বার্ষিকী উদ্যাপনে অংশগ্রহণ করতে পেরে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প পরিবার অত্যন্ত গর্বিত।