বাইশ গজে বারবার ব্যাট হাতে জ্বলে উঠেছেন। ২০১৯ বিশ্বকাপে পাঁচ-পাঁচটা সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ‘হিটম্যান’। তার পরেও বিশ্বের বিভিন্ন প্রান্তে রোহিতের ব্যাট কথা বলেছে। সেই রোহিত শর্মাকেই দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্নের জন্য মনোনীত করা হল মঙ্গলবার। বিরাট কোহালির ডেপুটির সঙ্গে খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা, কুস্তিগির বীনেশ ফোগত এবং প্যারাঅলিম্পিক্সে সোনা জয়ী হাইজাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রকের ১২ সদস্যের এক কমিটি খেলরত্ন সম্মানের জন্য দেশের চার ক্রীড়াবিদের নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছে।
রোহিতের আগে আরও তিন জন ক্রিকেটার খেলরত্ন পেয়েছেন। ১৯৯৮ সালে সচিন তেন্ডুলকর খেলরত্ন পান। তাঁর ঠিক ন’ বছর পরে ধোনিকে এই সম্মান দেওয়া হয়। ২০১৮ সালে রাজীব খেলরত্ন হন বিরাট কোহালি। এ বার তাঁদের সঙ্গে এক বন্ধনীতে নাম লেখাতে চলেছেন রোহিত।
২০১৬ সালের পরে এ বারই এক সঙ্গে চার ক্রীড়াবিদকে খেলরত্নের জন্য মনোনীত করা হল। চার বছর আগে পিভি সিন্ধু, দীপা কর্মকার, জিতু রাই ও সাক্ষী মালিককে এই সম্মানে ভূষিত করা হয়েছিল।
ABP