জাহিদ হাসান সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারী চাল ক্রয় থমকে আছে। উপজেলা খাদ্য গুদাম সুত্রে জানা যায়, সরকার এ খাদ্য গুদামের জন্য ১ম দফায় ১৪৪১ মে. টন চাল ক্রয়ের বরাদ্দ দেয়। তন্মধ্যে ৮৬৯ মে. টন চাল ক্রয়ের অফিস আদেশ পায়। ২য় দফায় ৯৩৮ মে. টন চাল ক্রয়ের বরাদ্দ দেয়া হলেও এ পর্যন্ত অফিস আদেশ পাওয়া যায় নি। প্রতি কেজি চালের সরকারী মূল্য নির্ধারন করা হয়েছে ৩২ টাকা। কিন্তু বর্তমান বাজারে ১ মণ ধানের মূল্য ৮০০ টাকা। আর ১ কেজি চালের মূল্য ৩২-৩৩ টাকা। এ ছাড়া আরও আনুষাঙ্গিক খরচ রয়েছে। এ জন্য চুক্তিবদ্ধ মিলাররা ৩২ টাকা কেজিতে চাল দিতে হিমশিম খাচ্ছে। তাই সরকারী চাল ক্রয় থমকে আছে। চাল ক্রয়ের সরকার নির্ধারিত মেয়াদ ছিল ২৫ জুলাই-৩১ আগস্ট পর্যন্ত। গতকাল ২৯ আগস্ট পর্যন্ত মোট চাল ক্রয় হয়েছে মাত্র ৪১৩.৫০০ মে. টন। এ জন্য সরকার আরও ১৫ দিন মেয়াদ বৃদ্ধি করেছে। স্থানীয় ডিলাররা আরও ১ মাস মেয়াদ বৃদ্ধির জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করছে।
এ বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস মিয়া জানান, চালের দাম বৃদ্ধি পাওয়ায় চুক্তিবদ্ধ মিলাররা ৩২ টাকা কেজিতে চাল দিতে হিমশিম খাচ্ছে। তাই সরকারী চাল ক্রয় থমকে আছে। এ জন্য সরকার আরও ১৫ দিন মেয়াদ বৃদ্ধি করেছে