খুলনার পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) আধুনিক মানের স্টাফ ক্যান্টিনের যাত্রা শুরু করেছে। এখন থেকে এই ক্যান্টিনে ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কর্মকতা, সদস্য ও প্রশিক্ষণার্থীরা উন্নত সেবা নিতে পারবেন। অচিরেই ক্যান্টিনটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে।
আজ বুধবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কসংলগ্ন পিটিসি সীমানায় এ ক্যান্টিনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির কমাড্যান্ট (জিআইজি) মো. আব্দুল কুদ্দুছ আমিন ক্যান্টিন উদ্বোধন করেন। এ সময় ডেপুটি কমাড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান খান, পুলিশ সুপার (প্রশাসন) শুক্লা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল কাদের বেগ প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. আব্দুল কুদ্দুছ আমিন বলেন, নিজস্ব অর্থায়নে ক্যান্টিনটি স্থাপন করা হয়েছে। এতে পুলিশ সদস্য, প্রশিক্ষণার্থীরা তাদের চাহিদামতো সেবা পাবেন। শুধু তাই নয়, কর্মব্যস্ততার মাঝে মনোরম পরিবেশে তারা পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারবেন। অল্পসময়ের মধ্যে সাধারণ মানুষও এখানে সেবা গ্রহণ করতে পারবেন।