লাতিন আমেরিকার দেশে ব্রাজিলে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল বুধবার দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়ায়।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ব্রাজিলে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর মোট সংখ্যা ৫০ লাখ ৬৯৪।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ব্রাজিলে করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ২২৮।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থান তৃতীয়।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৭৫ লাখ ৪৯ হাজার ৭৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃতের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৮২৮।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সামাজিক দূরত্বসহ অন্যান্য বিধি উপেক্ষা করা হচ্ছে।
দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ফেডারেল ইউনিভার্সিটি অব রিও ডি জেনেরোর মহামারি বিশেষজ্ঞ রবার্তো মেদরোনহো বলেন, করোনার সংক্রমণ অব্যাহত থাকা সত্ত্বেও সামাজিক দূরত্বের বিধি আরও শিথিল করছে কর্তৃপক্ষ। পরীক্ষার সংখ্যা বাড়ালে শনাক্তের সংখ্যা আরও বাড়বে।