লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো কামরুন নাহার সাথী (৪) ও সুমাইয়া আক্তার (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন। সাথী শাকচর ইউনিয়নের হাজির বাজার গ্রামের রিকশাচালক কামাল হোসেনের মেয়ে এবং সুমাইয়া মাছ ব্যবসায়ী সেলিমের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, পুকুরের পাশে সাথী ও সুমাইয়া খেলছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর