বিকাশে প্রতারণা চক্রের প্রধানসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাশ প্রতারক চক্রের প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।