সরকার আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দিলেও রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ব্যবসায়ীরা দ্বিগুণ দামে পণ্যটি বিক্রি করছেন। এমন পরিস্থিতিতে রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রবিবারের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আগামী তিনদিনের মধ্যে টিসিবি’র মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ‘কৃষি বিপণন অধিদপ্তর’ থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।