মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে মানবাধিকারের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তাঁর মতে, মানবাধিকার সংস্কৃতি এবং আইনের শাসন না থাকলে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
ড. গওহর রিজভী বলেন, দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় অনেক কাজ হয়েছে। তবে এখনো আরো অনেক কিছু করার বাকি রয়ে গেছে।
আজ রোববার মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক ওয়েবিনারে ড. গওহর রিজভী এমন অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠান থেকে করোনাকালে মানবিক ভূমিকা রাখার জন্য কয়েকজনকে পুরস্কৃত করা হয়।
ওয়েবিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চাটারটন ডিকসন।