মানিকগঞ্জ সিংগাইর সড়কের বাংগুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। আজ সকাল ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আছিয়া বেগমের (৬০) বাড়ি মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের ছেলে আব্দুল মতিন জানান, সকাল ১০টার দিকে তার মা সদর উপজেলার বেতিলা যাচ্ছিলেন। এসময় বাংগুরা এলাকায় পৌছলে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। দ্রুত সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।