করোনার নতুন সংক্রমণ ঠেকাতে কোনো রকম আগাম ঘোষণা না দিয়ে সৌদি আরব ফ্লাইট বন্ধ করে দেওয়ায় সৌদিগামী শতাধিক কর্মীকে আবুধাবি থেকে দেশে ফিরতে হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান ফেরত আসাদের উদ্ধৃত করে বুধবার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘হঠাৎ করে বিমান চলাচল বন্ধ করায় করোনা পরিস্থিতি কাটার পর বিদেশে কর্মীদের যে যাওয়া পুনরায় শুরু হয়েছিল, তা বাধাগ্রস্ত হবে।’
ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর বাংলাদেশ থেকে ইত্তিহাদ এয়ারওয়েজে তারা সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
কিন্তু সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী ফ্লাইট চলাচল বন্ধ থাকায় আবুধাবি বিমানবন্দর থেকে একই বিমানে তাদের দেশে ফেরত পাঠনো হয়েছে।