প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণতন্ত্র রক্ষার চেষ্টা করে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আওয়ামী লীগ সরকারের দুই বছর পুর্তিতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনের ওই সমাবেশে মন্ত্রী ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামাত। বিএনপি-জামাত বিভিন্ন সময়ে চেয়েছে নির্বাচন যেন না হয়। আর নির্বাচন না হওয়া মানে গণতন্ত্রের ব্যাঘাত ঘটা।
উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ। পৌর কাউন্সিলর মো. আবু জাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।