নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পৌরশহরের ছোটবাজার এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোরশেদা খাতুন বলেন, ‘জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।