গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর পৌরসদরের সঙ্গিতাঙ্গনের দিকপাল কার্তিক চন্দ্র দাস (৬৬) দীর্ঘদিন ধরে
কন্ঠনালীতে ক্যান্সারজনিত রোগে ভুগে মঙ্গলবার গভীর রাতে পরলোক গমন করেছেন। তিনি একাধারে
রাজশাহী স্বরলিপি শিল্পীগোষ্ঠির সদস্য এবং চাঁচকৈড় স্বরলিপি শিল্পীগোষ্ঠির প্রতিষ্ঠাতা
পরিচালক ছিলেন। আজীবন সঙ্গীত চর্চা নিয়ে তিনি জীবনের সবটুকু সময় অতিবাহিত করেন।
তিনি ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের একজন সনামধন্য সঙ্গিত শিল্পী। মৃত্যুকালে তিনি
স্ত্রী মমতা রাণী ছাড়াও দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য সঙ্গীতানুরাগী ও গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি চাঁচকৈড় বাজারপাড়ার স্বর্গীয় সতীস চন্দ্র দাসের বড় ছেলে।#