ভিনদেশের মাটিতে দণ্ডিত এমপি সহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও কন্যা ওয়াফা ইসলামের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দশ দিনের মধ্যে সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) এই আদেশ দেন।
এর আগে দুদকের মামলায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস এমপি পাপুলের স্ত্রী ও কন্যাকে জামিন দেন। এই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।