রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

আর্চারিতে মেয়েদের রিকার্ভে দিয়ার মিশন শুরু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২০৩ বার পড়া হয়েছে
অলিম্পিক গেমসে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

ফুটবল ও বেসবল ইভেন্ট দিয়ে আগেই শুরু হয়েছে টোকিও অলিম্পিক। এখনও অবশ্য মূল আনুষ্ঠানিকতা বাকি। সেটাও হয়ে যাবে আজ শুক্রবার। তবে আজ আনুষ্ঠানিকভাবে শুরুর দিনই আর্চারিতে মেয়েদের রিকার্ভে র‍্যাঙ্কিং রাউন্ড দিয়ে মিশন শুরু করেছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী।

শুরুর দিনের দিয়ার মিশন কেটেছে ভালোভাবে। ৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ স্কোর করেছেন বাংলাদেশের এই প্রতিনিধি। মোট ৬৪ জনের মধ্যে ৩৬তম হয়েছেন দিয়া।

আজ মেয়েদের এই প্রতিযোগিতায় রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার আন সান। প্রায় ২৫ বছর আগের রেকর্ড ভেঙেছেন তিনি। সর্বাধিক ৬৮০ পয়েন্ট পেয়ে মেয়েদের রিকার্ভে র‍্যাঙ্কিংয়ে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার এই প্রতিযোগী। এর আগে ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে ইউক্রেনের লিনা হেরাসিমেনকো তৎকালীন সর্বাধিক ৬৭৩ পয়েন্ট অর্জন করেছিলেন।

প্রথম দিনের মিশন শেষে ওয়ার্ল্ড আর্চারি ওয়েবসাইটে সান বলেন, ‘আসলে আমি আশাই করিনি যে, এমন একটা রেকর্ড গড়ব। প্রথমবার গেমসে এসেছি, এমন একটা রেকর্ড গড়ে আজ আমি খুবই আনন্দিত।’

সান ছাড়াও আজ অলিম্পিক রেকর্ড স্কোর টপকে গেছেন আরও তিন তিরন্দাজ। সানের স্বদেশি জাং মিনহি ৬৭৭ করে র‍্যাঙ্কিং রাউন্ডে দ্বিতীয় হয়েছেন। ৬৭৫ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন আরেক দক্ষিণ কোরিয়ান তিরন্দাজ কাং চাই ইয়াং। আর, ৬৭৪ পয়েন্ট স্কোর গড়ে মেক্সিকোর আলেজান্দ্রা ভ্যালেন্সিয়া হয়েছেন চতুর্থ।

‘নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা’—এই স্লোগানকে সামনে রেখে এবার টোকিও অলিম্পিকে গেছে বাংলাদেশ। প্রথমবারের মতো সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা খুলনার ছেলে আরচার রোমান সানাকে ঘিরেই এমন স্বপ্ন দেখছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এমনটা জানিয়েছেন টোকিও অলিম্পিক গেমস বাংলাদেশ দলের ‘সেফ দ্য মিশন’ ও বিওএর সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন।

দেশ ছাড়ার আগে বিওএর সহসভাপতি বশির আহমেদ মামুন আশাবাদী কণ্ঠে বলেন, ‘রোমান সানা সরাসরি কোয়ালিফাই করায় আমরা তাঁকে নিয়ে গর্বিত। রোমান এক্সেপশনাল গিফটেড খেলোয়াড়। আমরা আশাবাদী ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবার ভালো একটা সম্ভাবনা আছে। আশা করি, এমন কিছু একটা করবে, যাতে আমরা গর্ববোধ করতে পারি।’

রোমান ছাড়াও আরেক আরচার দিয়া সিদ্দিকী আছেন টোকিওতে। শ্যুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকী, অ্যাথলেটিকসে জহির রায়হান, সাঁতারে আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ তাঁদের সঙ্গী। এবার সাঁতারু আরিফুল ইসলামের হাতে থাকবে বাংলাদেশের পতাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451