যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে ১০০টিরও বেশি সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু ছিল বিষাক্ত। বাড়ির মালিককে ভেতরে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার কয়েক দিন পর সাপগুলো সেখান থেকে সরানো হয়।
একটি অত্যন্ত বিষাক্ত ব্ল্যাক মাম্বা, গোখরা এবং র্যাটল স্নেকসহ কমপক্ষে ১২৪টি সাপ নর্থ ক্যারোলাইনার একজন সাপ বিশেষজ্ঞকে দিয়ে অপসারণ করা হয়।
ডেভিড রিস্টন নামের বাড়ির মালিককে বুধবার একজন প্রতিবেশী মৃত অবস্থায় পান।
তাঁকে দীর্ঘ সময় না দেখায় ওই লোক খোঁজ নিতে গিয়েছিলেন। তিনি রিস্টনকে রান্নাঘরের মাঝখানে পড়ে থাকতে দেখেন। ডেভিড রিস্টনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তদন্তকারীরা খুনের আলামত বা কোনো সন্দেহজনক কিছু দেখেননি।
মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। তবে সূত্র জানিয়েছে, রিস্টনের শরীরে সাপে কাটার চিহ্ন দেখা গেছে। তাঁর বাড়িতে সাপ রাখার জন্য অনুমতি ছিল, তবে বিষাক্ত সাপ নয়।