নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে পারিবারিক বিষয়াদি নিয়ে পাষন্ড ছেলে ও ছেলের স্ত্রীসহ ভাড়াটে সন্ত্রাসী মিলে বিধবা মাসহ পরিবারের সদস্যদের বাড়ি থেকে বিতারিত করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার আতলাশপুর এলাকায় ঘটে এ ঘটনা।
বিধবা মোক্তাবান জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে বিধবা মোক্তাবানের সঙ্গে বড় ছেলে আতাউর রহমান ও ছেলের স্ত্রী নাসরিন বেগমের বাকবিতন্ডা হয়। শনিবার সকালে আতাউর রহমান ও ছেলের স্ত্রী নাসরিন বেগম, ভাড়াটে সন্ত্রাসী জুয়েলসহ সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিধবা মোক্তাবানকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে মোক্তাবানসহ তার ছোট দুই ছেলে নুর ইসলাম, সামসুল হক, ছেলের স্ত্রী ডালিয়া, লাকি, নাতি নাককুর সামিয়া, সোহাদ ও তফাদকে পিটিয়ে বাড়ি থেকে বিতারিত করে দেয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।