বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক নাঈম ইসলাম।
রবিবার অনেক নাটকীয়তার জন্ম দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যাকে নিয়ে এত নাটকীয়তা, সেই মেহেদি হাসান মিরাজ রয়েছেন আজকের একাদশে।
গত ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে চট্টগ্রাম, আজ সে একাদশ নিয়েই নেমেছে মাঠে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ক্যামেরন ডেলপোর্ট, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসি, ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, করিম জানাত, আরিফুল হক, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : কেনার লুইস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, নাঈম ইসলাম (অধিনায়ক), উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রেজাউর রহমান রাজা ও নাসুম আহমেদ।