ঝিনাইদহ প্রতিনিধিঃ
মোটর সাইকেলে চড়ে খালি হাতে ফুটবল মাথায় নিয়ে কখনও শুয়ে, কখনও
দাড়িয়ে সারা শহর ঘুরে সবাইকে তাক লাগিয়ে দিল ফুটবল মানব মাসুদ
রানা।
খুলনার ডুমুুরিয়ার এই বলমানব বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি র মধ্যে
নিজের মোটর সাইকেলে বল মাথায় নিয়ে ঝিনাইদহ শহরে আসেন।
এরপর থেকে শুরু করেন তার নৈপুণ্য প্রদর্শনী। রাস্তার দু’ধারের শত শত দর্শক
তার নৈপুণ্য প্রদর্শন উপভোগ করেন। বল মাথায় নিয়ে সারা দেশ ঘোরার
সংক্ষিপ্ত যাত্রা বিরতির মাঝে ফুটবল নিয়ে সবাইকে আনন্দ দিতে পেরে
তিনিও খুশি।
ফুটবলের বিভিন্ন নতুন নতুন কৌশল উদ্ভাবন ও প্রদর্শনের মাধ্যমে তিনি
দেশবাসীকে এভাবে আনন্দদান ও গ্রিণেজ বুকে নিজের নাম উঠাতে চান
তিনি।